26 MAY, 2024

BY- Aajtak Bangla

হাতে টাকা আসতেই হু হু করে বেরিয়ে যাচ্ছে? এই উপায় মানলেই জমবে অর্থ

কমবেশি আয় সবাই করেন। অথচ হাতে টাকা ধরে রাখতে পারে না অনেকে। হাতে টাকা এলেই খরচ হয়ে যায়। 

প্রতিমাসে প্রতিজ্ঞা করেও অনেকের হাতে টাকা থাকে না। মাসের ১০-১২ তারিখের মধ্যেই পকেট ফাঁকা হয়ে যায় অনেকের। 

এর কারণ কিন্তু শুধুই যে আপনার খরচের হাত বেশি তা নয়। বরং বেশ কিছু বাস্তু টিপস মানলেই আপনার হাতে টাকা থাকবে। খরচ কমে যাবে। 

বাস্তুমতে, এঁটো বাসন জমিয়ে রাখলে ঘরে মা লক্ষ্মী থাকেন না। তাই খাবার পর কখনও এঁটো বাসন রেখে দেবেন না। অন্তত জল দিয়ে রাখুন। 

বিছানায় বসে খেলেও প্রচণ্ড রুষ্ট হন মা লক্ষ্মী। তাই বিছানায় বসে খাবেন না। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

সন্ধ্যার পর ঘর পরিষ্কার করা শাস্ত্র বিরুদ্ধ কাজ। সন্ধ্যার পর ঘর মুছলে সৌভাগ্যকেও ধুয়ে মুছে ফেলা বোঝায়।

স্নানের পর বাথরুম পরিষ্কার রাখুন। দিনের কোনও সময় বাথরুম নোংলা রাখবেন না। 

নোংরা জামা-কাপড় পড়া থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে কলারে নোংরা থাকলে সেই জামা পরবেন না।