12 October, 2023
BY- Aajtak Bangla
পুজো চলে এলো। পুজোর মরশুমে আমরা বিভিন্ন ধরণের পোশাক কিনে থাকি।
যেরকম আমরা পুজোতে মা দুর্গাকে সাজাই, নিজেরা সাজি, সেইরকমই বাড়ি ও রাস্তাকেও সাজাই।
এবার পুজোতে সাজলো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ।
এই প্রথমবার কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজে আঁকা হলো আলপনা।
গোটা সেতু জুড়ে রঙিন আল্পনা এঁকেছেন কলকাতার শিল্পীরা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি VIRAL হয়েছে।
প্রসঙ্গত সেতুটি ১৯৪৩ সালে অনুমোদিত হয় এবং ১৯৪৫ সালে পুরনো পনটুন ব্রিজের বদলে এখন যেই হাওড়া ব্রিজ আছে সেটা নির্মাণ করা হয়।
১৯৬৫ সালে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয় রবিন্দ্র সেতু।