27 September, 2023

BY- Aajtak Bangla

হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে কী কী খাবার দেওয়া হচ্ছে? রইল মেনু 

গত ২৪ সেপ্টেম্বর রবিবার যাত্রা শুরু করেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ২৬ সেপ্টেম্বর থেকে এই ট্রেন যাত্রী পরিবেষা শুরু করেছে।

পটনা থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে প্রতিদিন সকাল ৮টায়। হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। হাওড়া থেকে পটনার উদ্দেশে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে দুপুর ৩টে ৫০ মিনিটে। পাটনা পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে। 

পাটনা-হাওড়া বন্দে এক্সপ্রেসে যাত্রীদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে রেল।

আপনি এই ট্রেনে হাওড়া থেকে আসানসোল পর্যন্ত যাত্রা করেন তবে সন্ধ্যার জলখাবার দেওয়া হবে। আপনি যদি বন্দে ভারত এক্সপ্রেসে পাটনা থেকে হাওড়া যান, আপনাকে সকালের চা, ব্রেকফাস্ট এবং দুপুরের খাবার দেওয়া হবে।

ব্রেকফাস্টের মেনুতে থাকছে পনির কাটলেট, সেদ্ধ সবজি, ফিঙ্গার চিপস, ছাতুর স্টাফ পরোটা, মশলা ওমলেট, ফ্রুট কেক, ব্রাউনি, হট-বেভারেজ, ব্র্যান্ডেড চা, ব্র্যান্ডেড কফি।

লাঞ্চের মেনুতে থাকছে রাইস, প্লেন রাইস, পনির বাটার মশালা, মিক্সড ডাল ফ্রাই, চিকেন দো-পিয়াজা, চিকেন রোস্ট, ব্র্যান্ডেড দই।

সন্ধ্যার জলখাবারে থাকছে সিঙাড়া, ব্র্যান্ডেড ক্যারামেল পপকর্ন, চকো পাই।

ডিনারের মেনুতে থাকছে পিস পোলাও, রোস্ট ভোটেজ পনির, রোস্টেড রোজমেরি আলু, পনির দো পিয়াজা, ডাল তরাকা, চিকেন বাটার মশালা, ব্র্যান্ডেড কারসালা, ব্র্যান্ডেড চিকেন ইত্যাদি।

এছাড়াও থাকছে নানা রকমের মিষ্টি।