এই ৩ জিনিস গোপনে করলেই মেলে সাফল্য, নিম করোলি বাবার উপদেশ জানুন

BY- Aajtak Bangla

06 April, 2025

নিম করোলি বাবার উপদেশ অনুসারে কিছু কথা কখনওই কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়।  

উপদেশ

নিম করোলি বাবা বলেন, যদি দান করেন, সেটা যেন দেখানোর জন্য না হয়।  

দান গোপনে

কাউকে খুশি করার জন্য বা সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য দান করলে সেই দানের মূল্য কমে যায়। 

প্রচার করবেন না

আপনি যদি কোনও গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করেন, তা কাউকে বলবেন না।  

গোপন রাখুন

আপনার প্ল্যান শোনার পর শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। তাই শুরু হওয়ার আগে কিছু না বলাই ভালো।

শত্রুরা সুযোগ নেয়

নিম করোলি বাবা বলেন, বাইরের লোককে ঘরের ঝামেলা বললে সেই সমস্যা আরও বাড়তে পারে।

বাড়ির অশান্তি

অচেনা বা বাইরের মানুষের সঙ্গে সমস্যার কথা ভাগ করলে মানসিক চাপ বাড়ে। সমাধান হয় না, উলটে সমস্যা বাড়ে।

পরিবারের সমস্যা

জীবনের সব কথা সকলকে বলার দরকার নেই। গোপনীয়তা বজায় রাখলে মনে শান্তি থাকে।

শান্তি নষ্ট হয়

নিম করোলি বাবার মতে, বেশি কথা না বলে কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এতে জীবনে সফলতা সহজ হয়।

বেশি কথা না