24 AUG, 2023
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে সব কিছু নির্দিষ্ট জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়। প্রতিটি দিকের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে।
যদি কোনও কিছু সঠিক জায়গায় বা দিকে না রাখা হয়, তাহলে সেই ব্যক্তির বাড়ি বা জীবনে নেতিবাচক পরিণতি হতে পারে।
টাকা যদি সঠিক জায়গায় এবং সঠিক পথে না রাখা হয়, তবে একজন ব্যক্তি কখনও ধনী হতে পারবেন না।
টাকা সঠিক দিকে না রাখলে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়।
আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। বাড়িতে স্বচ্ছলতার অভাব দেখা যায়। ঋণে ডুবে যান।
কুবের দেব বাড়ির উত্তর দিকে থাকেন। তাই ঘরের উত্তর দিক নিরাপদ। টাকা বা গয়নার রাখার জন্য শুভ দিক।
উত্তর দিকে টাকা রাখলে বৃদ্ধি পায়। বাড়িতে সমৃদ্ধি থাকে। শাস্ত্র অনুসারে, এই দিকে টাকা রাখলে উপার্জন আরও বাড়বে।
বাড়িতে এমন অনেক দিক রয়েছে, যেখানে টাকা রাখলে আর্থিক ক্ষতি হয়। যেমন -দক্ষিণ-পূর্ব দিক। একে বাড়ির আগ্নেয় কোণ বলে।
এই স্থানে টাকা রাখলে ব্যয় বাড়ে। আয়ের উপরে খারাপ প্রভাব পড়ে। বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা দুর্বল হতে থাকে।