15 SEP, 2024

BY- Aajtak Bangla

স্ত্রী-কে বলবেন না এই সব কথা, তবেই উন্নতি হবে

স্ত্রী-কে অর্ধনারীশ্বর বলা হয়। সংসারের সব কথা স্ত্রী-র সঙ্গে শেয়ার করতে হয়। তাতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায়। 

তবে স্ত্রী-কে সব কথা বলা কখনও উচিত নয়। সব কথা বললে জীবনে বিপদ নেমে আসবে। অশান্তি হবে। উন্নতি আটকে যাবে। 

স্ত্রী-র সামনে কখনও অন্য কোনও মেয়ের প্রশংসা করবেন না। বিশেষ করে নিজের মায়ের বা বোনের। 

স্ত্রী-র শারীরিক গঠন নিয়ে মজা করবেন না। আপনার স্ত্রী যতই খাটো, বেঁটে বা মোটা হন না কেন তা বলবেন না। এতে সংসারে অশান্তি হবে। 

প্রায়শই শ্বশুরবাড়িতে এমন অনেক ঘটনা ঘটে যার জন্য মহিলারা দুঃখ পান। তিনি চান, স্বামী তাঁর পাশে থাকুন। যদি সেটা নাও পারেন তাহলে স্ত্রী-র বিরোধিতা করবেন না।

কখনও স্ত্রীর পরিবার তা তার বাপের বাড়ির সদস্যদের অপমান করবেন না। এতে মহিলারা সবচেয়ে বেশি অপমানিত হয়ে থাকেন। 

রাগ বা ঠাট্টা করে বা কোনও পরিস্থিতিতেই একজন স্বামীর স্ত্রীকে বলা উচিত নয় যে, তুমি তোমার মায়ের মতো বা তোমার বাবার মতো। এতে সেই মহিলা ভাবেন তাঁর পরিবারকে অপমান করা হচ্ছে। 

পুরুষরা প্রায়ই মনে করেন, তাঁরা মহিলাদের চেয়ে বেশি কাজ করেন। সেই ভাবনার প্রতিফলন দেখা যায় কথাবার্তায়। এই ভাবনায় বদল আনা দরকার। 

কোনও কোনও স্বামী স্ত্রী-কে কথায় কথায় জিজ্ঞাসা করেন, 'সারাদিন কী করলে?' এই ছোট্ট বাক্য একজন মহিলার জন্য খুবই অপমানজনক।