স্ত্রীর সঙ্গে বয়সের কতটা ফারাক থাকলে স্বামীরা চরম সুখ পান

4 September, 2024

সাধারণত স্বামীর থেকে স্ত্রীর বয়স বেশি হয়। বয়সের ব্যবধান কত হলে সুখের সংসার?

আসলে স্বামী-স্ত্রীর বয়স নিয়ে যে রীতি রয়েছে তা মানুষের জিনের মধ্যেই রয়েছে। কেন এমন ধারণা? সেটাই জানব।

স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে বেশি থাকার নেপথ্যে জৈবিক কারণও।  

শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। প্রাপ্ত বয়স্কের শারীরিক লক্ষণ আগে দেখা দেয় নারীর।  

পুরুষের তুলনায় নারীর শরীর ৩-৪ বছর আগেই পূর্ণতা পায়।

ছেলেদের তুলনায় মেয়েদের বার্ধক্য আসে ৩-৪ বছর আগে। তাই দাম্পত্য সম্পর্কের জন্য পুরুষের বড় হওয়া দরকার। 

ছেলেরা মানসিকভাবে পরিণতির ক্ষেত্রে মেয়েদের থেকে পিছিয়ে থাকে। মেয়েরা কম বয়সেই সিদ্ধান্তগ্রহণ ও পরিস্থিতি বোঝার বুদ্ধিমত্তা।

বয়সের বিচারে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। তাই পুরুষরা একটু বড় হলে পরিণত হন।

মানসিক ও শারীরিক কারণেই স্বামী এবং স্ত্রীর বয়সের ফারাক ৩ থেকে ৪ বছর থাকা উচিত।

অবশ্য আদর্শ বয়সের ফারাক নিয়ে কোনও দাবির পক্ষেই যুক্তি নেই।