BY- Aajtak Bangla

একসঙ্গে নয়, স্বামী-স্ত্রী আলাদা ঘুমোলেই চরম সুখলাভ, আকর্ষণ হবে চুম্বকের মতো 

21 April  2024

স্বামী-স্ত্রী মিলেই তৈরি হয় একটা সংসার। সেই সংসারের সুখ বাড়বে এই দু'জনের হাত ধরেই।

স্বামী-স্ত্রী মানেই আমরা জানি, একসঙ্গে তাঁরা ঘুমোবেন। সাধারণত তাই-ই হয়ে থাকে।

তবে জানেন তো, স্বামী-স্ত্রী যদি আলাদা ঘুমোন, তা হলে দারুণ জীবন হবে। অনেক উপকারিতা রয়েছে এর।

বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের জীবনেই একটা স্পেসের প্রয়োজন। তাই স্বামী-স্ত্রীর জীবনেও প্রত্যেকের আলাদা স্পেস থাকা উচিত।

সেকারণে স্বামী-স্ত্রী যদি কখনওব আলাদা ঘুমোন, তা হলে একঘেঁয়েমি কাটবে। মানসিক সুখ বাড়বে। শরীরও তাজা থাকবে।

আবার, স্বামী-স্ত্রী যদি মাঝেমধ্যে আলাদা ঘুমোন, তা হলে একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে।

আলাদা ঘুমোলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে। দু'জনের মানসিক স্থিতিও ভাল থাকবে।

আলাদা ঘুমোলে স্বামী এবং স্ত্রীর শারীরিক সমস্যাও দূর হবে। পর্যাপ্ত ঘুম হবে।