1 Feb 2025 

BY- Aajtak Bangla

স্বামী-স্ত্রীর মেলামেশার ইচ্ছে আরও বেড়ে যাবে, করতে হবে এই কাজ 

স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন ভালো হবে। মাখোমাখো হবে প্রেম। সেজন্য মেনে চলতে হবে কয়েকটি টিপস।

স্বামী-স্ত্রীর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তাহলেও সমস্যা মিটে যাবে কয়েকটি নিয়ম মেনে।

রাতে ঘুমোতে যাওয়ার সময় কখনও গাঢ় রঙের বেডসিট ব্যবহার করবেন না। নীল, কালো, গ্রে এড়িয়ে চলুন। 

দুজনের মধ্যে যদি মনোমালিন্য চলে তাহলে একসঙ্গে শিবপুজো করুন। শিবকে মধু দিন। 

সপ্তাহে একদিন অর্থাৎ সোমবার শিবপুজো করলে ভালো ফল পাওয়া যায়।

ঘুমোনোর সময় স্বামীর বামদিকে স্ত্রী থাকলে ভালো ফল পাওয়া যায়। এতে অশান্তি হয় না। 

স্বামী ও স্ত্রীর কখনও এক থালায় খাবার খাওয়া উচিত নয়। এতে দাম্পত্য মধুর হয় না। 

ঘুমোনোর আগে ঘরের মধ্যে রুম স্প্রে দিন। অথবা প্রতিদিন সন্ধেবেলায় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন। তাহলে মেজাজ ভালো থাকবে।  

স্বামী ও স্ত্রী দুজনেরই হাল্কা রঙের পোশাক পরে ঘুমোনো উচিত। তাহলে দাম্পত্য জীবন মঙ্গলময় হয়।