BY- Aajtak Bangla
28 January 2025
বিয়ের পর স্বামী-স্ত্রী একসঙ্গেই ঘুমোন। এটাই রীতি।
শুধু মিলন নয়, বাস্তু মতে, স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমোলে সংসার সুখের হয়।
তবে ঘুমোনোর সময় স্বামীর কোন পাশে ঘুমোনো উচিত স্ত্রীদের, তা অনেকেই জানেন না।
বাস্তু মতে, ঘুমোনোর সময় নিয়ম ভুল করলে অনর্থ ঘটতে পারে।
বাস্তুশাস্ত্র মতে, স্ত্রী স্বামীর পাশে ঘুমোলে প্রেম বাড়ে। ঘরে সম্পদ বৃদ্ধি হয়। . .
বাঁ না ডান, স্বামীর কোন পাশে ঘুমোনো উচিত স্ত্রীদের? . .
বাস্তু মতে, স্বামীর বাঁ পাশে ঘুমোনো উচিত স্ত্রীদের।
স্বামীর বাঁ পাশে স্ত্রী ঘুমোলে সংসার সুখের হয়। ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।