BY- Aajtak Bangla

এঁচোড়ে পাকা কথার আসল মানে কী, জানলে চোখ পাকাবেন

16 May 2025

আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। প্রত্যেকের স্বভাব আলাদা হয়।

কেউ বেশি স্মার্ট হন, আবার কেউ সাধারণ মানুষ হন স্বভাবে।

কেউ চালাক হন, আবার কেউ বোকা হন।

মানুষের স্বভাব-চরিত্র অনুযায়ী আমরা নানা সম্বোধন করে থাকি।

যেমন বাংলায় একটা প্রচলিত কথা রয়েছে, এঁচোড়ে পাকা ছেলে। . .

এঁচোড়ে পাকা শব্দের আসল মানে কী? কোন অর্থে ব্যবহার করা হয়, জেনে নিন... . .

এঁচোড়ে পাকা কথার আসল মানে হল অকালপক্কতা।   . .

সহজে বলতে গেলে কোনও ব্যক্তি যদি স্বাভাবিক সময়ের আগেই বেশি জ্ঞান বা অভিজ্ঞতার কথা বলেন, তা হলে তিনি এঁচোড়ে পাকা।

বয়সের তুলনায় বেশি পাকা হলে বা অল্প বয়সে বড়দের মতো আচরণ করলে আমরা এঁচোড়ে পাকা শব্দবন্ধ ব্যবহার করি।