14 April, 2024

BY- Aajtak Bangla

স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হওয়া উচিত? রইল হিসাব

স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার বয়সের ফারাক কত হওয়া উচিত?

অনেকেই এই বিষয় নিয়ে ভাবেন। তাহলে আসুন, এক নজরে জেনে নেওয়া যাক। 

মার্কিন যুক্তরাষ্ট্রে এই বয়সের ফারাক নিয়ে একটি লোকমতে নিয়ম আছে। সেটা কী?

এর ফর্মুলা হল, প্রেমিকের বয়স/২+৭= প্রেমিকার সর্বনিম্ন বয়স। 

অর্থাৎ, প্রেমিকের বয়সের অর্ধেকের সঙ্গে ৭ যোগ করলে যত হবে, সেটাই প্রেমিকার সর্বনিম্ন বয়স হতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক...

ধরুন কোনও যুবকের বয়স ২৮। তিনি সর্বনিম্ন (২৮/২+৭) ২১ বছরের যুবতীর সঙ্গে প্রেম করতে পারেন।

তবে এই নিয়মটি ১৮ বছরের উর্ধ্বের যুবতীর জন্যই প্রযোজ্য।

বলা হয়, এর চেয়ে বেশি বয়সের ফারাক হলে মানসিকতায় সমস্যা হতে পারে। 

তবে হ্যাঁ, এই নিয়মের অন্যথাও যে হয় না তা নয়। কোনও সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পারস্পরিক বোঝাপড়া।