18 March, 2024
BY- Aajtak Bangla
অনেকেই বলেন, প্রেমে বয়সের ফারাক বলে কিছু হয় না। তবুও স্বামী-স্ত্রীর মধ্যে আদর্শ বয়সের ফারাক জানতে চান অনেকে।
বিয়ে বা প্রেমের ক্ষেত্রে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার বয়সের ফারাক কত হওয়া উচিত?
এই বিষয়ে মার্কিন মুলুকে একটি বিশেষ ফর্মুলা রয়েছে। সেটা কী?
এই নিয়মে বলা হয়, প্রেমিকের বয়সের অর্ধেক +৭-ই হচ্ছে প্রেমিকার ন্য়ূনতম বয়সসীমা।
অর্থাৎ, কোনও প্রেমিক বা স্বামীর বয়স ৩০ হলে, তাঁর প্রেমিকার ন্যূনতম বয়স হওয়া উচিত ৩০/২+৭= ২২ বছর।
এর থেকে বেশি বা কম বয়স ফারাকও যে সম্পর্ক করা যাবে না, এমনটা কিন্তু নয়।
আসলে এটি পুরুষ ও মহিলাদের 'ম্যাচিওরিটি' লেভেলের উপর নির্ভর করছে।
তাই আপনার ক্ষেত্রে কোনটি কাজ করবে সেটি একেবারে আপনার ব্যক্তিগত বিষয়।
প্রেমের ক্ষেত্রে তাই বয়সের এই ফর্মুলা মানতেই পারেন। তবে এগুলি যে সবসময়ে মেনে চলতেই হবে, এমন কোনও মানে নেই।