3 SEP 2025

BY- Aajtak Bangla

কে আপনার প্রকৃত বন্ধু? এই এক উপায়ে চিনে ফেলুন

বন্ধু মানে খোলা হাওয়া। ভরসার ডোজ আর বিশ্বাসের একমাত্র ঠিকানা। 

কিন্তু কাউকে বন্ধু ভাবার আগে দেখে নিন, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তাঁর আছে কি না।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেকেই বলেন, ভালো বন্ধু পেতে ভাগ্যের দরকার হয়। 

বন্ধুর মধ্যে বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট থাকা জরুরি। 

বন্ধু কি ম্যানিপুলেটিভ? এমন মানুষের সংস্পর্শে থাকলে আত্মবিশ্বাস তলানিতে চলে যেতে বেশি সময় নেবে না।

টক্সিক নার্সিসিস্ট বন্ধু সর্বদাই আকর্ষণের কেন্দ্রে থাকতে চান। এমন মানুষ আপনাকে সব সময় কোণঠাসা করতে চাইবে। 

বন্ধু বলে যাঁকে ভাবছেন, তিনি কি আপনার সাফল্যে ঈর্ষান্বিত হচ্ছেন? যদি সেটা হয়ে থাকে, তার পরেও কি বন্ধু বলে ভাববেন তাঁকে?

তাই এই ধরনের বৈশিষ্ট থাকা মানুষের সঙ্গ এড়িয়ে চলাই মঙ্গল।