1 JULY, 2024

BY- Aajtak Bangla

দেড় টন এসি রোজ ৮ ঘণ্টা চালালে কত কারেন্ট বিল আসবে? জেনে নিন

এসি কিনে ফেললেই তো আর হল না। বিদ্যুতের বিল নিয়ে চিন্তাটা থেকে যায়। তাই অনেকেই এসি কেনার আগে দশবার ভাবেন।

এসির বিদ্যুৎ খরচও বেশি। কখনও দেখেছেন কতটা বিদ্যুৎ খরচ করে এসি।  

কত ঘন্টা এসি চালিয়ে কত বিদ্যুৎ খরচ হয়, চলুন জেনে নেওয়া যাক হিসেব-নিকেশ

আসলে, এসির বিদ্যুৎ বিল কত হবে, তা নির্ভর করে এসির বিদ্যুৎ খরচের ওপর। বাজারে ওয়ান স্টার থেকে ফাইভ স্টার রেটিং সহ এসি পাওয়া যায়।

ওয়ান স্টার এসি দামে সস্তা, তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে। অন্যদিকে ফাইভ স্টার এসি সবচেয়ে বেশি পাওয়ার সাশ্রয়ী।

যাইহোক, থ্রি স্টার এসি দামে সস্তার পাশাপাশি পাওয়ার সাশ্রয়ী।

আপনি যদি ফাইভ স্টার রেটিং সহ একটি ১.৫ টন স্প্লিট এসি ইনস্টল করেন। তাহলে এটি প্রতি ঘণ্টায় প্রায় ৮৪০ ওয়াট বিদ্যুৎ পুড়বে৷

আপনি যদি দিনে গড়ে ৮ ঘণ্টা AC ব্যবহার করেন, তাহলে আপনার AC দিনে ৬.৪ ইউনিট বিদ্যুৎ খরচ করবে।

এবার আপনার এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের রেট দিয়ে বিদ্যুৎ খরচ গুণ প্রতিদিনের হিসেব পেয়ে যাবেন।

এভাবে প্রতিদিনের খরচের সঙ্গে মাসের দিন গুন করলেই মাসের হিসেবে পেয়ে যাবেন।