BY- Aajtak Bangla
17 FEB 2025
আমাদের চারপাশে যেসব প্রাণী দেখা যায়, তার মধ্যে অন্যতম হল বিড়াল।
বিড়াল অনেক সময় নানা ইঙ্গিত দেয়। কখনও বিড়াল কাঁদে। আবার অনেক সময় রাস্তায় চলার পথে হঠাৎ বিড়াল সামনে দিয়ে চলে যায়।
কথিত রয়েছে, বিড়াল রাস্তা কাটলে তা ভাল লক্ষণ নয়। তবে রাস্তা কাটলে বিড়াল কিসের ইঙ্গিত দেয়...
শকুন শাস্ত্র মতে, কোথাও যাওয়ার সময় বিড়াল রাস্তা কেটে পালিয়ে গেলে, তা অশুভ।
বাঁ দিক থেকে বিড়াল যদি রাস্তা পার করে, তা মারাত্মক হতে পারে। . .
বিশ্বাস করা হয় যে, কোনও কাজে যাওয়ার সময় বিড়াল যদি বাঁ দিক থেকে রাস্তা পার করে, তা হলে যে কাজের জন্য যাচ্ছেন, তা সম্পন্ন হয় না। . .
বিড়াল কাঁদাও শুভ নয়। এতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
বিড়াল কাঁদলে কোনও অশুভ ইঙ্গিত করে।