BY- Aajtak Bangla

কাক ঘরের জানলায় এসে জোরে জোরে ডাকলে এই ইঙ্গিত দেয়, জানুন

18 APRIL, 2025

আমাদের প্রায় সকলের বাড়ির জানলা বা বারান্দায় কাক বসেই।

কাক

কাককে সাধারণত আমরা অশুভ বলে মনে করি। বিশেষ করে, কাকের ডাক অশুভ ইঙ্গিত দেয় বলে ধারণা।

কাকের ডাক

তবে ঘরে কাক এলেও শুভ ইঙ্গিত দেয়। ঘরে কাক এসে এসব ইঙ্গিত দিলে বুঝবেন সৌভাগ্যবান হবেন।

কিসের ইঙ্গিত

কোথাও যাওয়ার সময় যদি দেখেন, কাক বাড়িতে এসে জোরে জোরে ডাকে, তা হলে বুঝবেন যে কাজে যাচ্ছেন, তাতে সাফল্য আসবে।

কা, কা

চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বা কোনও শুভ কাজে যাওয়ার জন্য যদি দেখেন কোনও কাককে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে, তা হলে বুঝবেন সাফল্য আসছে। .

সাফল্য

সকালে উত্তর বা পূর্ব দিকে কাক আপনার বাড়িতে এসে ডাকলে বুঝবেন অতিথির আগমন হবে।

অতিথি

কাককে জল খেতে দেখলে বুঝবেন শুভ।

জল

কাককে কোনও খাবার মুখে নিয়ে উড়ে যেতে দেখলে বুঝবেন শুভ।

খাবার