ঘরে হঠাৎ কুকুর ঢুকলে কিসের লক্ষণ, জানুন

31 March 2025

BY- Aajtak Bangla

আমাদের ঘরের চারপাশে অনেক সময়ই পথকুকুরদের দেখা যায়। 

কুকুর

অনেক সময়ই দেখা যায় যে, ঘরে হঠাৎ করে কুকুর ঢুকে পড়ে। এতে অনেকেই বিরক্ত বোধ করেন।

ঘরে কুকুর

ঘরে হঠাৎ কুকুর ঢুকলে কী হয়, কিসের ইঙ্গিত, জেনে রাখুন...

কিসের লক্ষণ

জ্যোতিষ মতে, ঘরে হঠাৎ কুকুর ঢুকলে কোনও বাধা কেটে যায়। সুখের দিন আসে।

সুখের দিন

কালো কুকুর ঘরে ঢুকলে ধনসম্পদ লাভ হয়।

কালো কুকুর

বাড়িতে হঠাৎ করে কুকুর এলে, তা শুভ লক্ষণ।

শুভ লক্ষণ

সোনালি রঙের কুকুর ঘরে ঢুকলে সুখ-উন্নতি হয়।

উন্নতি

সাদা কুকুর যদি হঠাৎ ঘরে ঢোকে, তা হলে প্রেম-ভালবাসা বাড়ে।

সাদা কুকুর