BY- Aajtak Bangla
3 APRIL, 2025
পাখি আমাদের অনেকরই খুব প্রিয়। চারপাশে নানা পাখি দেখা যায়। পাখির ডাকে ঘুম ভাঙে।
অনেকে বাড়িতেই পাখি পোষেন। পাখি ঘরে থাকলে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়।
আমাদের চারপাশে নানা রকমের পাখি রয়েছে। প্রতিটি পাখির বিশেষত্ব আলাদা।
জ্যোতিষ মতে, ঘরে পাখি আসা খুবই শুভ। পাখি নানা ইঙ্গিত দেয়।
অনেক সময়ই রাস্তায় বেরিয়ে আমরা বিপাকে পড়ি। পাখিদের পায়খানা গায়ের উপর এসে পড়ে।
পাখির পায়খানা গায়ে পড়লে সকলেই বিরক্ত হন এবং বিপাকে পড়েন।
তবে জানেন তো, পাখির পায়খানা গায়ে পড়লে নানা ইঙ্গিত দেয়।
মনে করা হয়, মাথায় যদি পাখির পায়খানা পড়ে, তা হলে ধনলাভ হয়।
তবে এগুলি সবই বিশ্বাস। আবার পাখির পায়খানা ভাল করে পরিষ্কার করা উচিত। কারণ এতে জীবাণু থাকে।