BY- Aajtak Bangla
12 July 2025
আমাদের বাড়িতে অনেক সময়ই প্রজাপতি উড়ে আসে।
লোকে বলে, প্রজাপতি গায়ে বসলে নাকি বিয়ে হয় বা প্রেম আসে জীবনে। তবে এর সত্যতা নেই। প্রচলিত বিশ্বাস মাত্র।
কিন্তু আচমকা ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে পড়া কি আদৌ শুভ?
জ্যোতিষ মতে, ঘরে আচমকা প্রজাপতি উড়তে থাকলে তা শুভ লক্ষ্মণ।
বাড়িতে প্রজাপতি এলে অতিথি সমাগম হয়।
ঘরে প্রজাপতি উড়লে প্রেম আসতে পারে জীবনে।
ঘরে প্রজাপতি উড়লে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
যদি কালো রঙের প্রজাপতি ঘরে আসে, তা হলে কোনও সুখবর পেতে পারেন।