BY- Aajtak Bangla

প্রজাপতি ঘরে এলে কী হয়, জানুন

12 July 2025

আমাদের বাড়িতে অনেক সময়ই প্রজাপতি উড়ে আসে। 

প্রজাপতি

লোকে বলে, প্রজাপতি গায়ে বসলে নাকি বিয়ে হয় বা প্রেম আসে জীবনে। তবে এর সত্যতা নেই। প্রচলিত বিশ্বাস মাত্র। 

প্রেম

কিন্তু আচমকা ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে পড়া কি আদৌ শুভ?

শুভ না অশুভ

জ্যোতিষ মতে, ঘরে আচমকা প্রজাপতি উড়তে থাকলে তা শুভ লক্ষ্মণ।

কিসের লক্ষণ

বাড়িতে প্রজাপতি এলে অতিথি সমাগম হয়।

অতিথি

ঘরে প্রজাপতি উড়লে প্রেম আসতে পারে জীবনে।

প্রেমের ইঙ্গিত

ঘরে  প্রজাপতি উড়লে  ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

ইতিবাচক শক্তি

যদি কালো রঙের প্রজাপতি ঘরে আসে, তা হলে কোনও সুখবর পেতে পারেন। 

সুখবর