BY- Aajtak Bangla
19 MARCH, 2025
পোষ্য হিসাবে কুকুর অনেকের বড় পছন্দের।
অনেক সময়ই দেখা যায়, কুকুর কাঁদছে। কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয়।
প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কুকুর কাঁদলে নাকি কারও মৃত্যুর ইঙ্গিত দেয়। সত্যিই কি তাই?
জানেন কি, কুকুরের কান্না বলতে যেটা বুঝি আমরা, আসলে সেটা কুকুরের কান্নাই নয়। ।
রাতে ওই রকম সুর করে কুকুর ডাকে তার সঙ্গীকে বার্তা পাঠানোর জন্য। যাতে তার সঙ্গী তার কাছে আসে। . .
আবার কোনও চোট বা আঘাত পেলেও কুকুর অমন করে ডাকে। তবে এটা কান্না নয়। আমরাই ভুল বুঝি। . .
আসলে কুকুরও মানুষের মতো একা বোধ করতে পারে, তাই ওই সুরে ডাকে। . .
ফলে কুকুর কাঁদলে যে কারও মৃত্যুর ইঙ্গিত, তা আসলে একটা প্রচলিত বিশ্বাস মাত্র।