BY- Aajtak Bangla
31 JULY, 2024
এস 's' দিয়ে নাম শুরু হয় অনেকের। বিশেষত বাঙালিদের বেশিরভাগের নামই তো শুরু হয় এস দিয়ে। কিন্তু এই বর্ণ দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ব্যক্তিত্ব, চরিত্র কেমন হয় জানেন?
সংখ্যাতত্ত্ব অনুসারে যাদের এস দিয়ে নাম শুরু হয় তারা জন্মগতভাবে নেতার মতো গুণের অধিকারী হন। এরা নেতৃত্ব দিতে পারেন।
এস দিয়ে শুরু হওয়া ছেলে- মেয়েরা বুদ্ধিমান, জ্ঞানী, পরিশ্রমী এবং বিলাসপ্রিয় হন। এরা সবসময় হাসিখুশি থাকতে ভালোবাসেন।
এরা খুব রোম্যান্টিক হন। প্রিয়জনের সঙ্গে কখনও প্রতারণা করেন না। তবে সম্মানবোধ তীব্র হয়।
যদি কেউ এদের আঘাত করে তাহলে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেন না। এরা চরিত্রগতভাবে খুব সৎ, বিনয়ী হন।
বুদ্ধিমান হলেও এরা বারবার জীবনে ঠকেন। সেজন্য একটা বয়সের পর খুব শক্ত হয়ে যান। সেজন্য একটা বয়সের পর এদের রোমান্টিকতা হারিয়ে যায়।
সেজন্য এই বর্ণ দিয়ে যাদের নাম শুরু হয় তারা দুঃখ, কষ্ট পান না। পেলেও নিজের অনুভূতি প্রকাশ করেন না।
জ্যোতিষশাস্ত্র মতে S দিয়ে নাম শুরু হওয়া মানুষদের নিজের একটা জগৎ থাকে। শিল্প- সাহিত্য-সংস্কৃতিমনস্ক হয়ে থাকেন।
রাজনীতি, ব্যবসা বা অভিনয়ে এই মানুষরা বেশি থাকেন। অনেকে চাকরি দিয়ে পেশাগত জীবন শুরু করলেও পেশা পরে পরিবর্তন করার প্রয়োজন পড়ে।