8 August, 2024

BY- Aajtak Bangla

ফোনের পাশওয়ার্ড ভুলে গেলে কীভাবে খুলবেন? সহজ ট্রিক

অ্য়ান্ডরয়েড ফোনের পাশওয়ার্ড অনেকেই মাঝে মাঝে ভুলে যান। তাতে দিশেহারা লাগে। কীভাবে খোলা যাবে ভেবে কুলকিনা পাওয়া যায় না।

তবে ফোনের পাশওয়ার্ড বেশ কিছু ট্রিকে খুব সহজে খোলা যায়। আসুন জেনে নিই।

Google অ্যাকাউন্ট  ব্যবহার করে আপনার ফোনের পাসওয়ার্ড আনলক করা যেতে পারে।

Goggle অ্য়াকাউন্টের সঙ্গে ফোন যদি লিঙ্ক করা থাকে তাহলে পরপর পাঁচবার পাশওয়ার্ড দিন। দেখবেন খুলছে না। 

তাহলে ফরগট পাশওয়ার্ড অপশন পেয়ে যাবেন। তারপর আপনি ইমেল আইডির সাহায্যে পাশওয়ার্ড রিসেট করতে পারবেন। দেওয়া হয়।

এভাবে আপনি ফোন আনলক ও পাশওয়ার্ড রিসেট করতে পারবেন।

তবে যদি ফোনের সঙ্গে গুগুল অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এই নিয়ম কাজে লাগবে না।

আবার Google Find My Device অ্যাপ ব্যবহার করেও ফোন আনলক করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে ইমেল আইডি দিয়ে লগইন করুন। এরপর ডিভাইসটি সিলেক্ট করে লক ডিভাইসে ট্যাপ করুন। 

তাহলেই নতুন পাশওয়ার্ড বানানোর অপশন পেয়ে যাবেন। ব্যাস এভাবেই ফোন খুলতে পারবেন ফোনের পাশওয়ার্ড।