BY- Aajtak Bangla
20 May 2025
শরীরের বিভিন্ন অংশে চুল থাকে। কারও বেশি লোম থাকে। আবার কারও কম।
শরীরে অবাঞ্ছিত লোম নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কেউ কেউ লোম তুলে ফেলেন।
অনেক পুরুষের পিঠেও চুল গজায়। পিঠে চুল গজালে কী হয়...
জ্যোতিষ মতে, পিঠে চুল গজানো শুভ লক্ষণ।
সমুদ্র শাস্ত্র মতে, ছেলেদের পিঠে চুল থাকলে জীবন মসৃণ হয়।
শুধু পুরুষ নয়, যেসব মহিলার পিঠে চুল থাকে, তাঁরা অত্যন্ত সাহসী হন।
যাঁদের পিঠে চুল গজায়, তাঁরা খুবই দায়িত্বশীল হয়ে থাকেন।
পিঠে চুল গজালে অর্থভাগ্য তুঙ্গে থাকে।