23 April, 2025
BY- Aajtak Bangla
শরীরে তিল থাকলে অনেক কিছুর ইঙ্গিত মেলে। শরীরের কোথায় তিল থাকলে কী ইঙ্গিত মেলে জেনে নিন।
যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবাণ হয়ে থাকে। যাদের ঠোঁটের নিচে তিল থাকে তাঁরা কর্তব্যপরায়ণ হয়ে থাকেন।
কারও কানে তিল থাকার অর্থ হল প্রেম ভাগ্য খারাপ। যে সব ছেলে-মেয়েদের কানে তিল থাকে তাদের ভাগ্যে প্রেম থাকে না।
গালে তিল থাকার অর্থ সেই মানুষ সৎ। গালে তিল থাকলে সে দরিদ্র হয়।
নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য।
ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়। বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে।
যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক। যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী।
যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক। ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়।
কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়। বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়।