BY- Aajtak Bangla
23 APRIL, 2025
ঘরের কার্নিশ বা ছাদে পায়রা বসেই। রোজই দেখতে পাওয়া যায় এই পাখি।
জ্যোতিষ মতে, পায়রা পাখির বিশেষ গুরুত্ব রয়েছে।
পায়রার পালক খুবই শুভ বলে বিশ্বাস করা হয়।
ঘরে পায়রার পালক রাখলে সুখ-সমৃদ্ধি বেড়ে যাবে কয়েকগুণ। কীভাবে রাখবেন?
বাস্তু মতে, যে বাড়িতে পায়রার ঝরে পড়া পালক পড়ে, সেটি যদি রাখা হয়, তবে সেই বাড়িতে সুখ থাকে।
বাড়িতে পায়রার ঝরে পড়া পালক রাখলে আর্থিক সঙ্কট কেটে যায়।
পায়রার গা থেকে ঝরে পড়া পালক সাদা কাপড়ে মুড়ে রাখতে হবে।
পায়রার পালকটি বাড়িতে পুজোর জায়গায় রাখতে হবে।
এভাবে ঘরে পায়রার পালক রাখলে সংসার সুখের হয়।