BY- Aajtak Bangla
19th August, 2024
অনেকসময় আপনি যখন কোনও বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে যান তখন কথায় কথায় তাঁরা আপনার বেতন জিজ্ঞেস করে।
কেউ যদি আপনার বেতন জিজ্ঞেস করে তাহলে তাঁকে কী বলবেন তার টিপস দিলেন ডঃ বিকাশ দিব্যকীর্তি।
দৃষ্টি আইএএস-এর প্রতিষ্ঠাতা ডঃ বিকাশ দিব্যকীর্তি UPSC-র শিক্ষক হিসাবে বেশ জনপ্রিয়।
তাঁর অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তাঁর একটি শর্ট ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
ওই ভিডিওতে ডঃ বিকাশ দিব্যকীর্তি বলেছেন যে যদি কেউ আপনাকে আপনার বেতনের কথা জিজ্ঞেস করে তাহলে কীভাবে জবাব দেবেন।
বিকাশ দিব্যকীর্তি বলেন, যদি বেতন প্রচুর হয় যেটা শুনে আত্মীয়-বন্ধুরা ভিরমি খেতে পারে তাহলে বলে দেওয়া দরকার।
আর যদি বেতন কম হয় আর সেটা যদি একটু চাপের মনে হয় তাহলে একটু বাড়িয়ে বলতে পারেন, বললেন বিকাশ দিব্যকীর্তি।
তাঁর মতে, মানুষ অধিকাংশ সময়ে নিজের সঙ্গে আপনার পার্থক্য করার জন্য বেতন জিজ্ঞেস করে।
ডঃ বিকাশ দিব্যকীর্তির এই জবাব তাঁর ভক্তদের খুবই পছন্দ হয়েছে।