BY- Aajtak Bangla
22 May 2025
সাপ মানেই আতঙ্কের। সাপ কামড়ালে বিপজ্জনক হতে পারে। তাই সাপের ভয় সকলেই প্রায় পান।
অনেক সময়ই ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে। ঘরে সাপ ঢুকলে হিমশিম খেতে হয়।
তবে সাপ মানেই যে বিপদের তা কিন্তু নয়। জ্যোতিষ মতে ঘরে সাপ ঢুকলে নানা ইঙ্গিত দেয়...
বাস্তু মতে, ঘরে সাপ এলে আতঙ্কের ঠিকই, তবে তা শুভ লক্ষণ।
ঘরে কালো সাপ এলে তা শুভ বলে মনে করা হয়। এতে ভগবান শিবের আশীর্বাদ মেলে।
ঘরে কালো রঙের সাপ ঢুকলে আর্থিক সঙ্কট কাটে। সাফল্য আসে। ।
কালো রঙের সাপ ঘরে ঢুকলে দাম্পত্য প্রেম বাড়ে। সন্তান জন্মের ইঙ্গিত দেয়। ।
হলুদ রঙের সাপ এলে জীবনে উন্নতি হয়। সবুজ রঙের সাপ ঢুকলে সব সমস্যা মিটে যায়।
ঘরে সাদা রঙের সাপ ঢুকলে অর্থলাভ হয়।