BY- Aajtak Bangla
22 APRIL, 2025
পাখি আমাদের চারপাশে দেখা যায়। কত রকমের পাখি আছে বলুন।
অনেক সময়ই দেখা যায়, ঘরের জানলায় পাখি বসে আছে।
ঘরের জানলায় পাখি বসলে কী হয়, কিসের ইঙ্গিত...
জ্যোতিষ মতে, ঘরের জানলায় পাখি বসা খুবই শুভ।
ঘরের জানলায় পাখি বসলে সুখ-সমৃদ্ধি আসে।
ঘরে চড়ুই পাখি ঢুকলে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।
কাক ঘরে ঢুকলে সম্পদ লাভ হয়। আবার কালো রঙের পাখি এলে অনেকে মনে করেন, অশুভ ইঙ্গিত দেয়।
ঘরে টিয়া পাখি এলে সুখ বাড়ে। সংসার সুখের হয়।
চড়ুই পাখি ঘরের জানলায় বসলে সৌভাগ্য আসে।