7 September, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে এই ৫ পশু বাড়়িতে এই ৫ অবলা অতিথি আসা মানে বিরাট অর্থলাভের ইঙ্গিত

v

সনাতন ধর্মে মনে করা হয় যে ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে থাকেন। বিড়াল, কুকুরদের পুজোও করা হয়।

কিছু প্রাণীর গৃহে প্রবেশকে শুভ এবং কিছু প্রাণীর গৃহে প্রবেশ অশুভ বলে মনে করা হয়। 

চলুন জেনে নেওয়া যাক, কোন জীবের ঘরে আসা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়।

তোতাপাখি- কুবেরের সঙ্গে তোতাপাখির সম্পর্ক। তোতাপাখি আসলে বাড়িতে প্রচুর অর্থ আসার ইঙ্গিত। চাকরি-ব্যবসায় অগ্রগতি পেতে চলেছেন। 

কালো পিঁপড়ে- বাড়িতে প্রচুর কালো পিঁপড়ে দেখা দিলে অর্থপ্রাপ্তির লক্ষণ। 

  চড়ুই পাখির ঘন ঘন আসা বা বাসা বানানোও সুখ ও সমৃদ্ধির লক্ষণ। যে বাড়িতে পাখি বাসা বাঁধে, সেখানে অর্থের অভাব হয় না।

কচ্ছপ- তামা, পিতল বা রুপোর কচ্ছপ রাখলে ঘরে সৌভাগ্য আসে, সুখ-সমৃদ্ধি বাড়ে। কচ্ছপ ঘরে আসা লক্ষ্মীলাভের ইঙ্গিত।

পেঁচা- ঘরে লক্ষ্মী পেঁচা আসা খুব শুভ লক্ষণ। পেঁচা সৌভাগ্য ও সুখের ইঙ্গিতে দেয়। 

দুই মাথাওয়ালা সাপ লক্ষ্মীর বাহন। ঘরে আসা খুবই শুভ লক্ষণ।