BY- Aajtak Bangla

নখে থাকা এই চিহ্ন বড়লোক করে, সুখ-টাকার অভাব হবেই না

2 APRIL, 2025

আমাদের হাতের নখ ভাগ্য বদলে দিতে পারে। তাই নখের এই চিহ্ন খুবই উল্লেখযোগ্য।

নখ

সমুদ্র শাস্ত্র মতে, নখ দেখে যে কারও ভাগ্য সম্পর্কে জানা যায়।

সমুদ্রশাস্ত্র

নখে সাদা চিহ্ন থাকলে সারা জীবন সুখে কাটে।

সাদা চিহ্ন

কোনও ব্যক্তির কড়ে আঙুলে নখে সাদা চিহ্ন থাকলে ভাগ্য খুলে যায়।ল পদ্ধতি...

ভাগ্য বদল

কোনও ব্যক্তির কনিষ্ঠ আঙুলে যদি নখে সাদা রঙের চিহ্ন থাকে, তা হলে তা শুভ বলে মনে করা হয়।

কড়ে আঙুল

নখে সাদা চিহ্ন থাকলে কেরিয়ারে অগ্রগতি হয়।

কেরিয়ার

নখে ছোট সাদা চিহ্ন থাকলে টাকায় মুড়বে জীবন।

অর্থলাভ

কারও অনামিকায় নখে সাদা চিহ্ন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

লক্ষ্মীর কৃপা

কারও নখে সাদা চিহ্ন থাকলে ব্যবসা লাভজনক হয়। সব কাজে সাফল্য আসে।

সাফল্য