4 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
স্বামী ও স্ত্রী-কে অর্ধনারীশ্বর বলা হয়। অর্থাৎ বিয়ের পর স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক। তারা সুখ-দুঃখের সঙ্গী।
স্ত্রী যদি কয়েকটি কাজ করেন তাহলে কিন্তু স্বামীর ইনকাম বাড়ে। কী কী সেই কাজ। একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য।
যদি বাড়ি, অফিস বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে ইনকাম বাড়ে। তাই গর কখনও নোংরা রাখবেন না।
শাস্ত্রমতে কাজ সব সময় এমন জায়গাতে করা দরকার যেখানে আলো থাকে। তাহলে আয় বাড়ে। খরচ কমে।
কর্মস্থলে বা বাড়িতে সব সময় ক্রিস্টল রাখা উচিত। টেবিল বা কর্মস্থলে ক্রিস্টল রাখলে উপার্জন বাড়ে।
যেখানে বসে কাজ করেন তার আশপাশে একটা হলেও গাছ লাগান। তাতে উপকার হবে।
কর্মস্থল বা বাড়ি উত্তর পশ্চিমমুখী হওয়া শুভ। যে চেয়ারে বসবেন সেই চেয়ার উত্তর পশ্চিমদিকে মুখ করে বসাতে হবে।
কাজের জায়গাতে কখনও কালো কাপড় পরে যাবেন না। তাতে কাজে বাধা আসে।
কর্মস্থলে চেষ্টা করুন সাদা বা হাল্কা রঙের জামা পরে যাওয়ার। ডার্ক কালার না পরে যাওয়া ভালো।