BY- Aajtak Bangla
23 FEB 2025
মনের মতো সঙ্গীর সঙ্গে বিয়ে হলে সংসার সুখের হয়। ভালবাসায় ভরে থাকে জীবন। ।
লম্বা ও বেঁটে, দুই উচ্চতারই হয় মহিলারা। জীবনসঙ্গী হিসেবে কেউ লম্বা মেয়ে পছন্দ করেন, আবার কেউ বেঁটে।
তবে, জ্যোতিষ মতে, লম্বা মেয়েকে বিয়ে করলে এসব সুখ পান ছেলেরা। জীবন বদলে যায়... ।
জ্যোতিষ মতে, লম্বা মেয়েরা খুব শৌখিন হন। তাই লম্বা মেয়েকে বিয়ে করলে সংসার ভাল করে সাজান তাঁরা। ।
লম্বা মেয়েরা স্বভাবে শান্ত, কোমল হন। ফলে সাংসারিক অশান্তির মধ্যে পড়তে হয় না ছেলেদের। ।
লম্বা মেয়েরা স্বভাবে অন্তর্মুখী হন। এতে ছেলেরা সুবিধাই পান।
তবে লম্বা মেয়েরা একটু খুঁতখুঁতে হন। তাই তাঁদের ভাল করে সামলাতে হয় ছেলেদের।
লম্বাটে মেয়েরা বুদ্ধিমতী হন। আর বুদ্ধিমতী মহিলা যে কোনও ছেলেরই পছন্দের হয়।