BY- Aajtak Bangla

সর্ষের তেল মাখলে কী হয় শরীরে, জানা উচিত

10 July 2025

সর্ষের তেল অন্যতম প্রয়োজনীয় তেল। রান্নায় সর্ষের তেল লাগেই। 

সর্ষের তেল

আবার সর্ষের তেল আমাদের শরীরের জন্যও ভাল।

শরীরের জন্য ভাল

বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে শীতকালে গায়ে সর্ষের তেল মাখলে নানা উপকার পাওয়া যায়।

উপকার

 গায়ে সর্ষের তেল মাখলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

রক্ত সঞ্চালন

সর্ষের তেল গায়ে লাগালে শক্তি বাড়ে। .

শক্তি 

সর্ষের তেল গায়ে মাখলে খিদে বাড়ে।

খিদে বাড়ে

ক্লান্তি দূর করতেও কার্যকরী সর্ষের তেল।

ক্লান্তি 

সর্ষের তেল গায়ে মাখলে ঠান্ডা লাগার সমস্যা কমবে।

ঠান্ডা

সর্ষের তেল গায়ে লাগালে ত্বকের সমস্যা দূর হয়।

ত্বকের সমস্যা