BY- Aajtak Bangla

ট্রেনে এসব জিনিস নিয়ে উঠলে জেল জরিমানা হবেই, জানা জরুরি

4 June  2025

সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোনোর জন্য ট্রেন অন্যতম ভরসার যানবাহন।

ট্রেনে যাত্রা করার সময় আমরা অনেক কিছুই সঙ্গে নিয়ে যাই।

তবে ট্রেনে উঠতে গেলে কিছু জিনিস সঙ্গে নেওয়া উচিত নয়।

এই জিনিসগুলি নিয়ে ট্রেনে উঠলে জেল-জরিমানা হবেই। জেনে রাখুন...

বাজি-পটকা নিয়ে ভুলেও ট্রেনে উঠবেন না। এটা বেআইনি। ধরা পড়লে জেল না হলে জরিমানা।

স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে উঠলে জেল বা জরিমানা হতে পারে।

ট্রেনে অ্যাসিডের মতো জিনিস সঙ্গে নেওয়া যায় না। ধরা পড়লে জেল বা জরিমানা হতে পারে।  

ট্রেনে নারকেল নিয়ে যাওয়াও নিষিদ্ধ। ধরা পড়লে জেল বা জরিমানা হতে পারে।