7  October, 2024

BY- Aajtak Bangla

বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে কাটাতে না চাইলে এখনই করুন এই কাজ

বুড়ো বয়সে অনেককে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। অথচ বৃদ্ধাশ্রমে কজনই বা কাটাতে চান।

নিজের বাড়ি-পরিবার ছেড়ে বৃদ্ধাশ্রমে কাটাতে খুব কম মানুষই চান। বৃদ্ধাশ্রমে যদি কাটাতে না চান তাহলে কী কী করতে হবে? 

বয়স বেশি হচ্ছে ভেবে সন্তানকে নিজের সম্পত্তি সব লিখে দেবেন না। নিজের জন্য রাখুন।

নিজের জন্য সেভিংস করুন। সন্তান আপনাকে দেখবেই এমন গ্যারান্টি নেই।

ভালোবাসলেও তা সবসময় প্রকাশ করবেন না। ইমোশনাল হন তবে এত বেশি হবেন না যেন আপনার ক্ষতি হয়। 

কখনও সন্তানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিন।

নিজেদের স্বার্থও দেখতে শিখুন। ছেলে-মেয়ের কী হবে তারা কীভাবে চলবে, কীভাবে জীবন যাপন করবে সেটা তাদের উপর ছেড়ে দিন। 

আপনারা কোনও সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিয়ে তারা পরে আপনাদের দোষারোপ করতে পারে। 

আর মনে রাখবেন ইলিশের স্বাদ পেতে হলে ৭০০ থেকে ৮০০ গ্রামের বেশি ওজনের ইলিশ কিনুন।