BY- Aajtak Bangla

রুপোর গ্লাসে জল খেলে এসব উপকার হয়, জানুন

12 July, 2025

কোনও শুভ অনুষ্ঠান বা পুজোয় রুপোর গ্লাস কাজে লাগে। 

রুপোর গ্লাস

তবে সাধারণত সকলেই রুপোর গ্লাস কিনে রেখে দেন। রোজকার জীবনে ব্যবহার করেন না।

শুভ

জ্যোতিষ মতে, রুপোর গ্লাস খুবই শুভ। রুপোর গ্লাসে নিয়মিত জল খেলে সৌভাগ্য খুলে যায়।

সৌভাগ্য

জ্যোতিষ মতে, রুপোর গ্লাসে জল খেলে রাহু শান্ত থাকে। ফলে কোনও বাধা আসে না।

রাহু

রুপোর গ্লাসে জল খেলে শুক্র গ্রহ মজবুত হয়। এর ফলে সুখ-সমৃদ্ধি আসে।

শুক্র

নিয়মিত রুপোর গ্লাসে জল খেলে মানসিক শান্তি আসে।

মানসিক শান্তিু

বাচ্চারা রুপোর গ্লাসে জল খেলে পড়াশোনায় সাফল্য পায়।

পড়াশোনা

রুপোর গ্লাসে রোজ জল খেলে ধনসম্পদ বেড়ে যায় কয়েক গুণ।

ধনলাভ