BY- Aajtak Bangla

দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে এসব হবেই কিন্তু, জানুন

24 January 2025

জল ছাড়া জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত জল খেতেই হয়।

খাওয়ার আগে বা পরে আমরা সকলেই জল খাই।

দিনে ৩ লিটার জল খেতেই হয়। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর সুস্থ থাকে।

আবার শরীরে জলের ঘাটতি হলে নানা সমস্যা তৈরি হয়। .

অনেক সময়ই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাই।

দাঁড়িয়ে জল খেলে শরীরে কী হয়, তা অনেকেই জানেন না।

 বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলীতে পড়ে। এতে পাকস্থলী থেকে নি:সৃত অ্যাসিডের কার্যকারিতা কমে যায়।  

 এর ফলে বদহজম, গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়।

দাঁড়িয়ে জল খেলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।