BY- Aajtak Bangla
9 January 2025
চিকেন খেতে অনেকেই পছন্দ করেন।
মুরগির মাংস পাতে থাকলে খাওয়ার মজাই পাল্টে যায়।
বাঙালির রান্নাঘরে মুরগির মাংসের নানা পদ রান্না করা হয়। প্রতিটি পদই লোভনীয়।
অনেকেই মুরগির মাংসের হাড় চিবিয়ে খান। হাড় চিবিয়ে খাওয়া কি উচিত?
বিশেষজ্ঞদের মতে, মুরগির মাংসের হাড় চিবোনো একেবারেই উচিত নয়।
মুরগির মাংসের হাড় চিবোলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মুরগির হাড় চিবোলে ক্যান্সারের মতো মারণরোগ হতে পারে। তাই মুরগির হাড় চিবোবেন না।