BY- Aajtak Bangla

মাছের ছাল পেটে গেলে কী হয়, জেনে রাখুন 

22 APRIL, 2025

মাছ খেতে আমরা অনেকেই ভালবাসি। মাছ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম।

মাছ

মাছ খাওয়ার সময় মাছের ছাল আমরা খেয়ে ফেলি। মাছের ছাল খেয়ে ফেললে কী হয়...

মাছের ছাল

পুষ্টিবিদদের মতে, মাছের ছালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

প্রোটিন

রোজ মাছের ছাল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

রোগ প্রতিরোধ

মাছের ছালে রয়েছে ভিটামিন ডি, যা হাড়কে মজবুত করে।

ভিটামিন ডি

মাছের ছালে রয়েছে ভিটামিন ই, যা আমাদের ত্বককে ভাল রাখে।

ভিটামিন ই

পুষ্টিবিদদের মতে, মাছের ছালে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়।

ওমেগা থ্রি

তবে ২ কেজি ওজনের বেশি মাছের ছাল না খাওয়াই ভাল। এতে হার্টের সমস্যা বাড়ে।

হার্টের সমস্যা