BY- Aajtak Bangla

ভাত-রুটির সঙ্গে ভুলেও এসব খাবার খাবেন না, জানুন

4 July  2025

রাতে কেউ ভাত খান, আবার কারও রুটি পছন্দ। 

ভাত-রুটি

ভাত বা রুটির সঙ্গে অনেকেই নানা পদ খান।

বিভিন্ন পদ

পুষ্টিবিদদের মতে, ভাত বা রুটির সঙ্গে এই ৩ খাবার খেলে বদহজম, বুক জ্বালার সমস্যা হবেই।

বুক জ্বালা

অনেকেই ভাত বা রুটির সঙ্গে স্যালাড খান। তবে এটা মোটেই ঠিক নয়।

স্যালাড

কেউ কেউ রাতে ফল খান। গরমে অনেকেই আম খান ডিনারে। এটা একেবারেই ঠিক নয়।

ফলাহার

বিশেষজ্ঞদের মতে, রাতে খাবার খাওয়ার সময় ফল খেলে বদহজমের সমস্যা হবে।

বদহজম

বাঙালি মানেই শেষ পাতে মিষ্টি। কিন্তু খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া ঠিক নয়। রাতে মিষ্টি খেলে ঘুমের সমস্যা হয়।

মিষ্টি

কাঁচা সবজি দিয়ে তৈরি স্যালাড খেলে অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। এরফলে হজমের সমস্যা বাড়বে।।

হজমের সমস্যা