BY- Aajtak Bangla
3 June 2025
বাতকর্ম করলে প্রকাশ্যে অনেকেই অস্বস্তিতে পড়েন। লজ্জায় পড়ে যান অনেকে।
আবার বিশেষজ্ঞদের মতে, বাতকর্ম খুবই স্বাভাবিক ব্যাপার। বাতকর্ম হওয়া মানে শরীর ঠিক কাজ করছে।
তবে ঘন ঘন বাতকর্ম হলে এবং পচা গন্ধ বেরোলে নানা ইঙ্গিত দেয় শরীর।
বিশেষজ্ঞদের মতে, শরীরে এই ভিটামিনের অভাব হলে ঘন ঘন বাতকর্ম হয় এবং পচা গন্ধ বেরোয়।
সাধারণত, গ্যাস-অম্বল হলে বা বমি বমি ভাব হলে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে বাতকর্ম হতে পারে।
তবে শরীরে যদি ভিটামিন বি-১২-এর ঘাটতি হয়, তা হলে গ্যাস, পেট ফাঁপা-সহ নানা সমস্যা দেখা যায়। য়।
ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে ঘন ঘন বাতকর্ম হতে পারে।
আবার যদি হজমের সমস্যা হয় এবং আইবিএস হয়, তা হলেও বাতকর্ম হতে পারে ঘন ঘন। এক্ষেত্রে ভিটামিন ডি-র অভাবের কারণে হয়।
তাই ঘন ঘন বাতকর্ম হলে সতর্ক হন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।