BY- Aajtak Bangla

কুকুরকে রোজ খাওয়ালে এসব ঘটবেই জীবনে, জেনে রাখুন 

7 May 2025

আমরা অনেকেই কুকুর ভালবাসি। আবার কেউ কেউ রোজই পথকুকুরকে খাওয়ান। 

কুকুর

রোজ কুকুরকে খাওয়ালে নানা প্রভাব পড়ে জীবনে। জেনে নিন বিশদে...

নানা প্রভাব

জ্যোতিষ মতে, কালো কুকুরকে খাওয়ালে শনি, রাহু ও কেতুর কুনজর থেকে রেহাই পাওয়া যায়।

কালো কুকুর

রোজ কুকুরকে খাওয়ালে গ্রহের দশা কেটে যায়। 

গ্রহের দশা

ঘরে কুকুর থাকলে আর্থিক অবস্থার উন্নতি হয়।

আর্থিক উন্নতি

কুকুরকে খাওয়ালে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

ইতিবাচক শক্তি

কুকুরকে খাওয়ালে পরিবারে রোগের প্রকোপ কমে যায়।

রোগের প্রকোপ

নিয়মিত কুকুরকে খাওয়ালে কেটে যায় কালসর্প দশা।

কালসর্প দশা