BY- Aajtak Bangla
21 APRIL, 2025
খাওয়ার পর আমরা বাসন ধুয়ে ফেলি। তবে অনেক সময়ই সঙ্গে সঙ্গে বাসন না ধুইয়ে পরে পরিষ্কার করি।
অনেকেই ঘরে দীর্ঘক্ষণ এঁটো বাসন রেখে দেন।
জানেন কি, ঘরে এঁটো বাসন ফেলে রাখলে কী ঘটে...
বাস্তু মতে, ঘরে এঁটো বাসন ফেলে রাখা মোটেই শুভ নয়।
খাওয়ার পর ভুল করেও ডাইনিং টেবিল বা সিংকে এঁটো বাসন রেখে দেবেন না।
নোংরা বাসন ঘরে রেখে দিলে পিতৃদোষের কবলে পড়তে হয়।
রাতে খাওয়ার পর এঁটো বাসন রেখে দেওয়া অশুভ। এতে রুষ্ট হন মা লক্ষ্মী।
তাই খাওয়ার পর বাসন ধুয়ে ফেলুন। সম্ভব না হলে এমন জায়গায় রাখুন, যাতে সহজে নজরে না পড়ে। ।