BY- Aajtak Bangla

ছেঁড়া পুরনো জুতো ঘরে রেখে দিলে এসব হবেই, জানা জরুরি

12 APRIL, 2025

জুতো আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। বাড়ি হোক বা বাইরে জুতো আমাদের পরতেই হয়।

জুতো

ঘরের নির্দিষ্ট জায়গায় আমরা জুতো রাখি। তবে জানেন তো, বাড়িতে ভুল জায়গায় জুতো রাখলে সংসারে অমঙ্গল হতে পারে।ন্য নানা রূপচর্চা করেন।

অমঙ্গল

বাস্তু মতে, ঘরে সঠিক জায়গায় জুতো রাখলে ভাগ্য খুলে যায়। জেনে নিন নিয়ম...

কোথায় রাখবেন জুতো

বাস্তু মতে, ঠাকুরঘরের পাশে কখনওই জুতো রাখবেন না। এতে খারাপ প্রভাব পড়ে।

খারাপ প্রভাব

রান্নাঘরে জুতো পরে যাওয়া উচিত নয় এবং রান্নাঘরের আশপাশে জুতো রাখা ঠিক নয়, এতে সংসারে অশান্তি বাড়ে।

রান্নাঘর

জুতোর ক্যাবিনেট ঘরের বাইরে উত্তর-পশ্চিম দিকে রাখা উচিত। তা হলে কখনও অভাব হবে না।

উত্তর-পশ্চিম দিক

জুতো কখনও ঘরের বাইরে দক্ষিণ-পশ্চিম দিকে রাখা ঠিক নয়।

দক্ষিণ-পশ্চিম

বাড়িতে কখনও ছেঁড়া, পুরনো জুতো রাখবেন না। এতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

ছেঁড়া জুতো