BY- Aajtak Bangla
19 June 2025
স্যান্ডউইচ হোক, কিংবা আলু পরোটা, আবার অনেকে স্যালাডের সঙ্গেও সস খান।
মুখের স্বাদ বদলাতে সস দারুণ কাজ করে। তাই অনেকেই সসের বোতল কিনে বাড়িতে রাখেন।
কেউ এমনিই ঘরে খোলা জায়গায় সস রেখে দেন। আবার অনেকে সস ফ্রিজে রাখেন।
তবে ফ্রিজে সস রেখে খেলে কী হয় জানেন? জেনে রাখুন...
বিশেষজ্ঞদের মতে, ঘরে ফ্রিজে সস রেখে খাওয়া স্বাস্থ্যকর। . .
ফ্রিজে সস রাখলে ব্যাকটেরিয়া তৈরি হয় না। সসের স্বাদ বজায় থাকে। . .
ফ্রিজে সস রাখলে দীর্ঘসময় ধরে তা সতেজ থাকে।
সস ফ্রিজে রেখে খেলে এর গুণমান বজায় থাকে। ফলে খেলে শরীর খারাপ হয় না।