BY- Aajtak Bangla
6 APRIL, 2025
আচমকা চাকরি হারালে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। আজকাল ছাঁটাইয়ের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।
হঠাৎ চাকরি চলে গেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। কী করবেন ভেবে পান না।
চাকরি চলে গেলেও কীভাবে ঘুরে দাঁড়াবেন, সেই টিপস রইল...
চাকরি হারালে ভেঙে পড়বেন না। মাথা ঠান্ডা রাখুন। নিজেকে শান্ত রাখুন প্রথমে।
চাকরি হারানোর কথা পরিবারের সঙ্গে শেয়ার করুন। পরিবারকে বোঝান।
চেনাপরিচিত মানুষের সাহায্য নিন। তাঁরা যদি কোনও চাকরির খোঁজ দিতে পারেন কিনা, জিজ্ঞাসা করুন।
কখনওই নিজের উপর আস্থা হারাবেন না।
নতুন চাকরির খোঁজ শুরু করুন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট দিন।
নতুন চাকরির খোঁজ শুরু করুন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট দিন।
ব্যয় কমান। বুঝেশুনে খরচ করতে হবে। জমানো অর্থের হিসেব কষে রাখুন।