BY- Aajtak Bangla
1st September, 2024
পরিশ্রম করছেন অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। অথচ আপনার চেয়ে কম বয়সীরা টাকা উপার্জন করছেন দু হাত দিয়ে।
কী এমন করবেন যাতে কম বয়সেই প্রচুর টাকা উপার্জন করবেন। রইল সেরকমই ৭ টিপস যাতে ৩০ বছরের আগেই বড়লোক হবেন।
বেশির ভাগ খারাপ আর্থিক পরামর্শ আসে সেসব ব্যক্তির কাছ থেকে, যাঁরা সফল নন। তাই সফল ব্যক্তিদের থেকেই পরামর্শ নিন।
নেতিবাচক সব শব্দ থেকে দূরে থাকুন। আপনি ঠিক যাঁদের অনুসরণ করেন, যাঁদের মতো হতে চান, শুধু তাঁদের পরামর্শ নিন।
আর্থিক সাফল্য অর্জনের জন্য শুরুতেই একটি ভালো ‘ক্রেডিট হিস্ট্রি’ তৈরি করা গুরুত্বপূর্ণ। সহজ বাংলায়, ক্রেডিট হিস্ট্রি মানে কোনো ব্যক্তির সময়মতো ঋণ পরিশোধ করার সক্ষমতার রেকর্ড। ।
বয়স ২০–এর মধ্যেই কর্মক্ষেত্রে ভালো দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিন। প্রথমে নিজের পছন্দের কাজ দিয়েই কর্মজীবন শুরু করতে পারেন। পারিশ্রমিক পান বা না পান, কাজটা করতে থাকুন।
আর্থিক উন্নতির জন্য পুরোপুরি চাকরির ওপর ভরসা না করে সম্ভাবনাময় কোনও ব্যবসা শুরু করা উচিত।
আয়ের একাধিক উৎস তৈরি করুন। এতে টাকা সবদিক থেকে আসবে।
জীবনযাপনে নিয়ন্ত্রণ এনে খরচ কমিয়ে ফেলা। আয় বাড়লেও খরচ যাতে না বাড়ে, সেদিকে খেয়াল রাখা।
যত বেশি টাকা যত দ্রুত সম্ভব বিনিয়োগ করে ফেলুন। এতে আর্থিক জোর বাড়বে।