BY- Aajtak Bangla
13 APRIL, 2025
মন্দিরে ঘণ্টা ঝোলানো থাকে। মন্দিরে যাওয়ার সময় অনেকেই ঘণ্টা বাজান।
আবার অনেকে মন্দির থেকে বার হওয়ার সময়ও ঘণ্টা বাজান।
মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজালে কী ঘটে, জেনে রাখা দরকার...
মন্দিরে ঘণ্টা বাজানো খুবই শুভ। মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজালে একটা শব্দ তরঙ্গ গঠিত হয়।
ওই শব্দ তরঙ্গের শুভ প্রভাব মন্দিরে থাকা সকলের উপরেই পড়ে।
মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজালে ওম ধ্বনির সৃষ্টি হয়। এই শব্দটি পজিটিভ শক্তি তৈরি করে। এতে পরিবেশ শুদ্ধ হয়।
তবে মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজানো একেবারেই উচিত নয়।
জ্যোতিষ মতে, মন্দির থেকে বেরোনোর সময় ঘণ্টা বাজালে ওই পজিটিভ শক্তির তরঙ্গ নষ্ট হয়। তাই ভুলে বেরোনোর সময় ঘণ্টা বাজাবেন না।