BY- Aajtak Bangla
26 APRIL, 2025
বাড়ির বাইরে বেরোলে অনেক সময়ই রাস্তায় টাকা বা পয়সা পড়ে থাকতে দেখি।
অনেক সময় সেই টাকা বা পয়সা আমরা কুড়িয়ে নিই। আবার অনেকে তা দেখেও এড়িয়ে যান।
রাস্তায় টাকা-পয়সা পড়ে থাকলে দেখলে কী করা উচিত? জেনে নিন...
জ্যোতিষ মতে, টাকা হল মা লক্ষ্মীর প্রতীক। তাই রাস্তায় টাকা বা পয়সা পড়ে থাকলে তা তোলা উচিত। এড়িয়ে যাওয়া উচিত নয়।
যদি রাস্তায় টাকা বা পয়সা পড়ে থাকতে দেখেন তা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফিরিয়ে দিন। কার টাকা না জানতে পারলে নিজের কাছে রাখুন।
তবে ওই টাকা নিজে খরচ করবেন না। কোনও মন্দিরে দান করুন।
মনে করা হয়, কুড়িয়ে পাওয়া টাকা বা পয়সা খরচ করলে আরও খরচ বাড়ে।
তবে রাস্তায় টাকা-পয়সা কুড়িয়ে পাওয়া শুভ বলেই মনে করা হয়।